সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশন

আমাদের সম্পর্কে

প্রয়াত সূচনা আক্তার রোকেয়ার স্মৃতিতে প্রতিষ্ঠিত এক মানবিক উদ্যোগ।
সিনিয়র সাংবাদিক, দ্যা টাইমস অব ঢাকা–এর প্রকাশক এবং দৈনিক মানবকণ্ঠ–এর ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান আল বারু মুস্তাকিম নিবিড় তার প্রয়াত স্ত্রী সূচনা আক্তার রোকেয়া–র স্মৃতিকে হৃদয়ে ধারণ করে প্রতিষ্ঠা করেন সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশন।

ফাউন্ডেশনটির লক্ষ্য—
স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, টিবি রোগ ও অন্যান্য চিকিৎসা গবেষণা, শিক্ষা উন্নয়ন এবং মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।

সূচনা আক্তার রোকেয়া মৃত্যুকালে রেখে গেছেন দুই শিশু সন্তান।
তার নয় বছরের ছেলে মুস্তাকিম মোহাম্মদ নির্ভীক–এর পরিকল্পনা ও অনুপ্রেরণায় ফাউন্ডেশনটির কার্যক্রম বাস্তব রূপ নেয়।


💖 প্রতিষ্ঠার অনুপ্রেরণা


> “প্রয়াত সূচনা আক্তার রোকেয়া ছিলেন অসাধারণ একজন মানুষ। দুঃখী, অসহায় মানুষের কাছে তিনি ছড়িয়েছেন ভালোবাসা ও মুগ্ধতা। অনেক সংগ্রাম ও কষ্টের মধ্যেও তিনি মানুষকে সাহায্য করেছেন হৃদয়ের টানে। টিবি রোগে তিনি আমাদের ছেড়ে গেলেও রয়ে গেছে তার মমতা, তার ভালোবাসা, তার অনুপ্রেরণা।

তার সেই স্মৃতি ও আলো ধরে রাখতেই প্রতিষ্ঠা করেছি সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশন।”

— আল বারু মুস্তাকিম নিবিড়, প্রতিষ্ঠাতা